আমি আজ প্রতিদিন, প্রতিটি রাত্রিদিন,
তোমার কথায় শুধু ভাবি আমি,
প্রতি পলে আমি, প্রতিটি অনুপলে,
তোমার ওই দুটি কাজল কালো চোখ,
তোমার কোমল কপোল, রাঙা ঠোট,
তোমার চুলের ওই উছলে ওঠা ঝর্ণা,
আমার জীবনে এক স্বর্গের অপ্সরী,
জ্যোৎস্নারাতের পরীর মতো এক রূপ।

তোমাকে ভাবি, কিবোর্ডে আঙুল রেখে,
আমার কবিতার প্রতিটি শব্দ চয়নে,
নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে আনমনে,
একলা ঘরে, নিঃসঙ্গ অন্তহীন রাত্রিতে,
ভীষন বিনিদ্র, তুমিহীন কণ্টকময় শয্যায়,
তোমাকে খুঁজে বেড়াই, প্রতিটি রুক্ষ পথে,
বড় দিশেহারা হয়ে আমি, আমার সত্তায়,
তৃষ্ণায় কাতর হয়ে, শুধু তোমার প্রতীক্ষায়।

অথচ তুমিও মুখ ফিরিয়ে নিয়েছ আজ,
কোন এক কম্পিত দ্বিধায়, কোন দ্বিধা ?
নাকি এক সীমাহীন ঔদাস্য নিয়ে তুমি,
গিয়েছ সরে, কোন এক ঘৃণায় ভরে ?
তবু কেন আমি, কেন ব্যাকুল হয়ে ডাকি ?
শুধু তোমাকেই, সবসময়, সমস্ত আকাশ জুড়ে,
আড়াল তো সৃষ্টি করেছ তুমি নিজেই,
জানলে না তাই,আমি আজ ভীষণ একাকী।