এই যে আমার, কবিতা লেখার কালে,
আমার মনে যে এক তুমুল ঝড় চলে,
চারিদিকে ছড়িয়ে সবুজ গাছ গাছালি,
নীল আকাশ, নক্ষত্র, সবের মাঝেই,
যে এক অদ্ভুত, অস্থিরতা চলে, বস্তুত,
কখনও তা চোখে পড়ে, কখনও পড়ে না,
তবুও যে অস্থিরতা আমাকে ধ্বস্ত করে,
তার বেশিরভাগই আড়ালে থেকে যায়।

দম বন্ধ হয়ে আসে, কোন কোন সময়,
চতুর্দিকে জমা হয় গাঢ় এক অন্ধকার,
অথবা আমার পতনের কালি জমা হয়,
কোন এক অশুদ্ধ সময়, স্খলনের ফলে,
এক ছন্নছাড়া প্রাণের বেদনা, কেড়ে নেয়,
প্রসন্নতা আমার মনের, তোমাকে হারানোর কষ্টে,
আমার এই নিদ্রা নির্বাসিত জীবনে, আর
অকস্মাৎ জমা হয়, যত অ-সুখের উপদ্রব।

জানিনা কোন সুখের রঙিন সরোবরে ভাসছ,
তুমি আজ আমাকে এভাবে নির্বাসিত করে,
আমার জানালায় আজ সূর্যাস্তের রঙ খেলা করে,
একটানা তোমাকেই ডেকে ডেকে আমি ক্লান্ত,
শরীরে নিদ্রার কোন রজনীগন্ধা ফোটে না,
আমি যেন ভ্রমণ করছি কোন একলা পথে,
যেন কোন এক বিশাল মরুভূমির মাঝে,
যেখান থেকে আমি, প্রাণপনে প্রত্যাবর্তন চাই।