নিশ্চুপ নিদ্রাহীন রাতে, কতবার,
ডেকেছি তোমায়, মিতা মধুমিতা,
তবে কি হয়েছে বিচ্ছেদ, পূর্ণতায়,
কালো মেঘ নামে, রাত্রির শিরে,
খর বিদ্যুৎ হানে, বুক দেয় চিরে,
নিবিড় রাতের আঁধার, নদীর উজানে,
তবু মন বলে, এ নয় সম্ভব, অসম্ভব।

এমনই রাতে কতবার, চোখের তারায়,
তোমার রেখেছি চোখ, রোমাঞ্চিত,
দেহে আর মনে, তুমি যে পরম বাঞ্ছিত,
কবির ছন্দে গাঁথা, কাজরির বৈভব,
এক হয়ে গেছে সব, যবে ভাবলাম মনে,
তখনই হঠাৎ বজ্রনিনাদ, এ অসম্ভব,
মন তবু বলে, এ নয় কখনও সম্ভব।

আকাশের সুর বাজে, বাতাসের গায়ে,
ভাবনার ভুলে দূরে, মন যায় সরে সরে,
সুধার স্বাদ, বেণী বাঁধনের গাঁথা মালা,
পথ সংকেত, হারিয়েছে সব সৌরভ।
কোথা হতে আসে, অশ্রুজলের গান,
কবিরে ত্যাজিয়া, কার কাছে গৌরব,
তবু মন বলে, এ নয় বিচ্ছেদ, অসম্ভব।