কবিতা, আজ বড়ই যেন অপ্রাসঙ্গিক,
আজ শুধু অবহেলা, শুধুই ছেলেখেলা,
কবিতা, যেন এক অভিজাত মহিলা,
বোরখায় ঢাকা, পুষ্পিত ক্ষতের মেলা।
আজ কবিতা,কেবলই কি শব্দের মেলা,
কবেকার, কোন এক প্রস্তরীভুত শিলা,
চোখ, মুখ, কান, নেই শৈল্পিক মিলন,
সব হারিয়ে, আছে শুধু বিবেক হীনতা।
মানুষের অণু পরমাণু জুড়ে আজ,
শুধু জড়িয়ে, কিছু মৌলিক কাহিনী,
দিকে দিকে, চলে মৌলবাদের চাষ,
তারই ফসল উৎপাদন, ধর্মান্ধতায় ভরে।
মাথার উপরে, এক কু বিশাল, কুচক্রী,
শয়তানের ছায়া, ছায়াধারী নেই, হিংসা
জন্ম নেয় অপচ্ছায়া জালে, নিজেকে
কঠিন করি গভীরে, অস্তিত্বের বীজ বুনে।
এই দৃশ্য থেকে মুক্তি চাই, চাই এক
নির্মল সমাজ, তাই কবিতা দিয়ে যাই,
আমি তোমাকে, একে ওকে, সবাইকে,
কবিতার ভালবাসা, তোমাদের ডেকে ডেকে।