এই পৃথিবীতে,আজ শেষ হয়ে গেছে,
স্বপ্নের সেই সব রঙিন দিন গোনা,
ব্যর্থতার ভার নিয়ে আজ, মুখ থুবড়ে,
পড়ে আছে, আমাদের বিপুল সম্ভাবনা।
কোন সে লগ্নের, দিনের উদযাপন আর,
চারিদিকে, কোন সে সাধনে, মায়ার জালে,
প্রচার মাধ্যম, আর সামাজিক মাধ্যমে,
মগ্ন হয়ে, নগ্ন অর্ধসত্যের শুধু দুষ্প্রচার।
মানুষের মনে শুধু আজ, ভরে দেয় তারা,
অন্ধকারের রাজনীতির, উত্তাপ, অনুভব,
তুমি, আমি, সকল ব্যক্তি মানুষ আজ,
কোন সে দেবদেবীর, তপস্যায় রত আমরা।
আমাদের সামনে তো আজ হয় উচ্চারিত,
অনেক অনেক প্রশ্ন, তবুও মনের গভীরে,
যে প্রশ্ন গুঞ্জন তোলে, তাতো অনুচ্চারিত,
জীবনের উন্মাদনা, আজ ক্রমশ স্তিমিত।
ক্রমশ কি শেষ হয়ে আসে, আমাদের,
সফলতার পুরোনো সব, স্বপ্নের দিন গোনা,
ডুবে যায়, আমাদের মনের, অন্তরসাগরে,
বিক্ষিপ্ত ভাবনার ঢেউয়ে, জীবনের প্রস্তাবনা।
স্বপ্নের বীজ ভুলে করে, রোপণ করে চলি,
তবে কি বন্ধ্যা জমিতে, তাই আজ আর,
চিন্তার অনাবৃষ্টির, অথবা অতিবৃষ্টির ফলে,
আমাদের মনে, আর প্রাণের ফসল ফলেনা।
এই পৃথিবী আজ, অনিশ্চয়তায় দোলে,
পুরাতন ভিত, ধ্বসে গেছে আজ সব,
তবুও মানুষ, নতুন অধ্যায় চেয়ে, অপেক্ষায় থাকে,
কে বলে দেবে, তার সূত্রপাত হয়েছে কিনা।
অন্ধকারের আকাশে আজ কোন নক্ষত্র নেই,
আজ চারিদিকে রক্তে লাল, তবু লাল রঙ,
লাল, সে রঙ নাকি প্রতীক আদিম শুভত্বের,
অথবা কেবলই রঙ, যাতনার, শুভাশুভের।