প্রবল ইচ্ছুক আমি, এক প্রথাছুট,
আহার, নিদ্রা, মৈথুন, প্রাত:কৃত্য,
সদাচরের মত, রোজ ভোরে জাগরণ,
দুঃসহ এই পুনরাবৃত্তি, যেন উন্মাদ,
মরিয়া জুয়াড়ীর মত, সর্বস্ব পণ,
এক দানে, জীবনকে স্থাপন করতে চাই,
আজ সমস্ত সম্ভাব্যতার পরপারে,
নতুন এক বৈচিত্র্যময় চলমানতায়।
এই উপেক্ষিত, নিছকই ছকবাঁধা জীবন,
শুধুই দরকারি, নীরস গার্হস্থ্য কথাবার্তা,
কাজ, অকাজ, প্রতিরাতে ঘরে ফেরা,
নৈঃশব্দের ক্ষমাহীন আলিঙ্গন, অনন্তের,
পাহাড় বেয়ে ওঠা, নেই কোন ফিরে আসা,
নেই কোন বিধানবিরোধী সহযাত্রী,
শুয়ে শুয়ে শ্লথগতি, বেঁচে থাকতে চেয়ে,
কায়ক্লেশে, বেঁচে না থাকার ভাবনা।
সংসারহীন সংসার, দিগন্তের শব্দহীন,
নিঃসঙ্গতার সাঁড়াশি, কম্পিত পলায়ন,
তবুও মধুমিতা, বন্দনীয় সব সুরের থেকে,
অনেক মধুর তোমার কণ্ঠস্বর, যেন এক,
নির্ঝর আর নুড়ি পাথরের ঘষায় সৃষ্ট,
প্রেমাদ্র, ভেতরের চাপা আগুনকে উসকিয়ে,
দীপান্বিত আমার শূন্য ঘর, তোমার দিকে,
অনিবার্য, ফেরানো আমার মুখ, সম্মোহিত।