এই অন্ধকার জলের মতো।
নদীর অতুল জলরাশির মতো
এই মনের সকল কিনারা ধরে আসে,
আর কোথায় চলে যায়
আমাকে ভাসিয়ে নিয়ে।
মনোনদীর এপারে আমি
জীবনের প্রেম নিয়ে দাঁড়িয়ে থাকি
আর ওপাড়ে তুমি শুধুই মায়া,
আশার সঞ্চারী আলো দেখতে পাই।
অন্ধকার গাঢ় থেকে
আরো গাঢ় হয়ে ওঠে হৃদয়ে।
যতই মৃত্যুর দিকে এগিয়ে যাই
ততই নতুন করে জলকনিকারাশি
বানিয়ে নিয়ে হৃদয়ে জেগে উঠে প্রেম।
রাত থেকে আরো গভীরতর রাতে
আমার হৃদয় জলাঞ্জলি হয়ে,
আমার বিনাশ সাঙ্গ হলে
নবীন বীজের মত প্রকাশিত হও তুমি,
এই পৃথিবীতে নতুন ভোরের আলোয়।