আজ রাতে কালের সিংহ দুয়ার
যেন খুলে গেছে আমার সামনে,
দেখি শুধু মহাকাশের মত শূন্যতা।
কেউ নেই, কোন মানবীর অবয়ব নেই,
কোন স্বপ্নের মায়াজাল নেই,
না, কোন রহস্যময়ী নারীর উপস্থিতি নেই,
কোন বন্ধু নেই কোথাও কোনদিকে,
চারিদিকে শুধু হা হা করছে অন্ধকার।
আমি হতাশায় চিৎকার করে উঠি,
কেউ কোথাও কোন সাড়া দেয় না,
সাড়া দেওয়ার জন্য কেউই নেই ?
আমার তীব্র অভিমান হয়, কষ্ট হয়,
কেউ যদি নাই থাকবে তবে কেন,
দ্বার কেন, কেন বন্ধ ছিল এতদিন ?
কেন আমি প্রতীক্ষার প্রহর গুনেছি এতকাল,
আজ যখন আমার সামনে অন্ধকার ছাড়া,
আর অন্য কোন কিছু নেই, কেন নেই ?
নির্জনতা আর একাকীত্ব আমার সত্ত্বা জুড়ে,
না কোন দুঃখ নেই, দুঃখকে অস্বীকার করে,
এলোমেলো অন্ধকারে আজ আমি,এই আমি,
যেন, মৃত্যুর খুব কাছাকাছি বসে আছি।