শহরের কোলাহল, মায়াময় রাতের
আলোর চকমকে ঝিলিক, রোশনাই,
ফেলে চলে আসি, শহর পিছনে ফেলে,
কোন এক নির্জন বনের ধারে, একা,
বসে থাকি নিরবধি, শান্ত বেলা কাটে,
বিলের জলে, বাতাস বিলি কেটে চলে।

ঘাসে ঘাসে, ঘাসফড়িং খেলা করে,
দোয়েল কোয়েল, কত অজানা পাখি,
শিস দেয় ঘন ঘন, সূর্যস্নিগ্ধ আমি,
শ্রান্ত, ক্লান্ত, বৃক্ষতলে স্বপ্ন খুঁজে চলি,
সূর্যের মত, আমার চোখ বুজে আসে,
আশ্রয় প্রত্যাশী, মেঘাচ্ছন্ন আকাশের গায়ে।

তবুও আশা রাখি, কার পথ চেয়ে থাকি,
সহসা শুনবো আমি, আসবে বেরিয়ে,
ধু ধু খোলা মাঠে, ত্রস্ত হরিণী, অথবা
বাকলের আভরণে, বেনামী কোন দেবী,
মানবীর দেহধারী, সেই কাঙ্ক্ষিত নারী,
যার অমৃতধ্বনি, শুনতে চাই আমি।।