একথা আমি তো কখনও ভুলেও বলিনি,
তোমাকে আমায় ভালবাসতেই হবে,
কখনও তোমার চারপাশে, ভ্রমরের মত ঘুরিনি,
আমার আমিকে , তোমার চোখে পড়ার জন্য।
বরং আমি তো অধিকার দিয়েছি তোমাকেই,
তোমার আমাকে চিরতরে বর্জন করার জন্য।
জানিনা তোমার ইচ্ছায়, না অনিচ্ছায় গেছ চলে,
কখনও ভাব নি কি পরিণাম হবে আমার,
যদি তুমি চলে যাও আমাকে একা ফেলে,
হ্যাঁ, আমি মরে টরে যাই নি এখনও,
যে যা বলে বলুক তোমায়, সত্য মিথ্যার ছলে,
তাতে বিব্রত বোধ কোর না তুমি একটুকুও।
স্বীকার করি, ক্ষীন হয়ে আছি মুক যন্ত্রনায়,
এক ট্রেনের টিকিট কেটে অন্য ট্রেনে উঠে পড়ি,
তাড়াহুড়ো করে ভাবি কোন সুদূরে পাড়ি দিই,
আমার যা কিছু চিহ্ন ছিল, তোমার পিছে,
সব ঢাকা পড়ে গেছে আজ শুধু আগাছায়,
আমার স্মৃতির কণা, তোমাতে আজ বিলুপ্ত প্রায়।
তোমার সামনে থেকে অপসৃত হয়ে আমি,
ইরেজার দিয়ে মুছে দিতে চাই সব কিছু,
তবু হৃদয়ের লেখা, সে তো মোছে না কভু,
তোমাকে নয়, চিতার আগুন স্বেচ্ছায় ছুঁতে চাই,
হৃদয়ে আমার এই পৃথিবীর আলো নিভে,
শুধু মৃত্যুই পারে, তোমাকে ভুলিয়ে দিতে।