আমার বুকের মধ্যে জমে আছে
এক দীর্ঘশ্বাস, অন্ধকারের রাত্রির চেয়েও
অনেক বেশি ঘন, অনেক বেশি
কালো,বিষণ্ণ এক দীর্ঘশ্বাস।
আমার এই তিমির বিলাসী মন,
যেখান থেকে জন্ম নেয়
আমার সমস্ত কবিতা,আমি জানি,
শুধু তোমাকে লক্ষ্য করেই।
তোমার জীবন খুশিতে অপার, অগাধ।
তোমার ভুবন আছে জীবনের উত্তাপ,
আমার হৃদয়ে শুধু মৃত্যুর শীতলতা।
একদিন ঝরাপাতার মত আমি
ঝরে যাব কোন এক হেমন্তের দিনে,
তুমি হেঁটে চলে যাবে
আমার বুকের উপর দিয়ে,
সেইদিন আমার মিটবে কি সাধ।
আমার হৃদয় আছে এক দীর্ঘশ্বাস,
শুধু তুমি জানলে না
আমার সমস্ত কবিতা জন্ম নেয়,
শুধু তোমাকেই লক্ষ্য করে।