যখন আমার ঘরে, কেউ থাকে না,
তখন আমার একলা ঘরে, তুমিই থাক,
মেঘের ফাঁকে, ঠিক যেমনি করেই,
রোদ ঝলমল করে হাসে, তেমনি করেই,
তোমার ঠোঁটে, আলতো হাসি জড়ানো।
ঘন কালো চুলের, বিপর্যস্ত বিন্যাসে,
স্বপ্নের নকশা আঁকা, শরীর ঢেউয়ে,
কিছুই দেখি না আমি, আবছা স্বপ্নাভায়,
অবিরত সন্ধ্যায়, অথবা রাত্রির স্তব্ধতায়,
শুধু প্রার্থনা করি, ভালাবাসবার অবসর।
মনে মনে বলি, অমরত্ব ভালবাসার নয়,
ভালবাসাবাসির মুহূর্তগুলি, হোক অমর,
জানি তবু, ভালবাসা নয়, জল কলসির,
নয় সে কোন কালো দীঘিতে ডুব সাঁতার,
সে যে ডুবে ভাসার, এক অকূল সাগর।
তবুও মুহূর্তগুলি, জ্যোতির্বলয়ে ঘূর্ণমান,
গ্রহদের মত, আমি ঘুরে ফিরি পথে পথে,
বিকেলে পার্কে, পায়ে পা ঘষে, এলোমেলো,
কত নিমেষে, নব নব পথ চলা শেষে,
শত ব্যথিত হৃদয়ের মত, ব্যথা হয়ে।
তবুও কোন আঁধার ভরা, স্তব্ধ মধ্যরাতে,
আকাশ নীলে তারার ভীড়ে, তোমায় না খুঁজে,
আমার একলা ঘরের, হেঁয়ালি ভরা,
আলোছায়ার দেয়াল থেকে, নামিয়ে নিয়ে,
আঁখির পরে তুলে, আলিঙ্গনে বাঁধি, বারেবারে।