নিজের ভিতর মানুষ আছে যে এক,
আমি তারেই খুঁজে বেড়াই চারিদিক,
ঠিক কোথায় আছে সে, কোনখানে যে,
তার নেই যে কোনো ঠিক ঠিকানা।
আমার এই জীবনের অল্প পুঁজির,
সাধ্য হয়না তাকে বাইরে আনা,
আমি আয়না ধরে যারে দেখি,
সে তো আমার মিথ্যে ছবিই।
আমি ভাবি শুধুই তাকে, সত্যিটা কি,
কেমন আমার আসল, আত্ম প্রতিকৃতি।
আমি মাথার ভিতর ছবি আঁকি তার,
কত নদী, পাহাড়, মাঠ, পুকুর আর,
আরো শত, কিংবা হাজার, আদি অন্তহীন,
স্মৃতির পাতায়, পরিপূর্ণ প্রতিকৃতির।
তবুও নিপুণ, সহজ কোন কৌশলে,
আমি পৌঁছে সেথায় যেতে পারি না,
আমার চিন্তার আঙুল খুঁজে বেড়ায়,
আজ তাকে আমি একা দেখতে চাই।
আমার নির্ভুল অমিকে চিনে নিতে,
পথ হারিয়ে পথের মাঝে, অবোধ হয়ে,
শুধু এইটুকু বুঝি আমি, এক নির্ভার সত্তা,
এক অমরতাহীন, ভারহীন, স্বাধীন মানুষ।