আজ পৃথিবীতে কোথাও শান্তি নেই,
কোথাও আর কোন সান্ত্বনা নেই,
গভীর বিস্ময় চোখে নিয়ে, আমি দেখি,
আজ হেমন্ত, বসন্ত, কোন ঋতু নেই,
আজ কোথাও কোন পাখির নীড় নেই,
এই পৃথিবীতে কোথাও কি কোন পাখি নেই?
অথচ তুমি, আমি, এই পৃথিবীতে রয়ে গেছি,
ব্যাপ্ত হয়ে টিকে আছি, এই দেশে, রাজ্যে,
তবুও আজ মানুষের কোন হৃদয় নেই,
হৃদয়কে জাগানোর মত, কোন এক ভোর নেই,
তাই আজ কোন পাখির কলকাকলি নেই,
মানুষের হৃদয়, আহত, মৃত হয়ে স্তব্ধ তাই।
তবুও দিনের আলোর দিকে তাকিয়ে দেখি,
শতাব্দীর স্রোতে ভেসে, না কোন অমল স্রোতে নয়,
চারিদিকে অগণন মানুষ, শুধু আজ বিশৃঙ্খল,
নিজেকে স্বাধীন করে নিতে গিয়ে, পিপাসায়,
ব্যক্তি হয়, ভূমি চায়, অথচ নির্মল জনতা নয়,
দেশ গড়ে নিতে গিয়ে, দেশ ভাঙ্গে বর্বরতায়।
তবুও সময়স্রোতে, দিনমান মৃত্যু, আশা,
পঙ্গপালের মত জনতা, চরে, ঝরে পড়ে,
নবপ্রস্থানের দিকে চলে, সমস্ত আশা, হৃদয়,
শুধু অন্তহীন ঢল, অমানবিকতার স্রোতের দিকে,
মানব জীবনে, আমাদের প্রাণে, এক বিপুল রাতে,
আমাদের হৃদয়ে, শুধু এক আর্ত রাত্রি জেগে।