ধূসর মগজে,যদি শত ক্যানভাসে,
লজ্জায় ভেঙে তুমি খানখান হবে,
আমি যদি শুধু, একটু সাহসে,
তোমার ছবি আঁকি, যৌবনবতী,
সমস্ত উপমা দিয়েছি ফেলে, নারী,
আজ কি দিয়ে তোমার বন্দনা করি।

দারুন মোহাবিষ্ট, এক পতঙ্গের মত,
তোমার কুটিল জালে, আত্মাহুতি,
নাগিনীর নিপুণ কলায়, আবিষ্ট এক
আহ্লাদে, তবু কোন খন্ডমৃত্যু নয়,
আজ সমগ্রটা চাই, আমূল নিশ্চিহ্ন,
অথবা অবহেলায়, দাও চূড়ান্ত বিজয়।

অন্তর্গত এক বিষাদের, নরক টানে,
একা ভেসে যেতে যেতে, যন্ত্রণার জলে,
দারুন অসহ্য, নিরিবিলি জীবনের স্বাদ,
ভ্রষ্ট প্রেম, টুকরো টুকরো অলিখিত,
নানারূপ ফাঁদ, স্বপ্নের ছাই প্রতিদিন,
ঢেকে রেখে নির্দ্বিধায়, দীর্ঘ নীরবতা।

দরিদ্র ইন্দ্রিয়গুলো, যা কিছু চিনেছে,
তাকেই বস্তুবাস্তবতা বলে, অসঙ্গত
পৃথিবীর জীবন কামনা, ভুল করে,
আলুথালু যৌবন, শুধু উস্কে দিয়ে,
বহু ব্যর্থ রাত, হিজিবিজি কেটে গেলে,
হঠাৎ চমকে দেখি, আরেক সকাল।