তুমি ভাল আছো তো?
বার বার এই প্রশ্ন ছুঁড়ে দেয় সকলে,
আমি কেমন আছি জানতে চেয়ে,
রাস্তায়, বাজারে, দোকানে, ফোনে,
সবাই জানতে চায় কেমন আছি আমি।
অথচ আমি নিজেই জানিনা,
ঠিক কেমন আছি আমি।
আমার এই নিস্তব্ধ, নিস্পন্দ জীবন নিয়ে
ঠিক কিভাবে আছি আমি।
আমার বড় জানতে ইচ্ছে করে
এখনও কি পাখিরা ফিরে আসে,
সারাদিন পরে তাদের নীড়ে,
এখনও কি এই বসন্তের দিনে
রাঙামাটির দেশে পলাশ ফোটে?
এখনও সমুদ্রের জলের রঙ
আগের মত নীল আছে কিনা,
তার চেয়েও বেশি জানতে চাই
এখনো সব আগের মত আছে কিনা।
না, তাও অত বেশি জরুরী নয়,
আমার শুধু জানতে ইচ্ছে করে,
একমাত্র এটাই জানতে ইচ্ছে করে,
তুমি এখনও আমায় ভালোবাসো কিনা।