আজ এই পৃথিবীতে, রক্তবীজের মত,
শুধু আমার মত, আমার অনুচরের মত,
আমারই আঘাত পেয়ে বেড়ে চলে আমি।
এই আমি যেন এক দ্বীপ, এই দ্বীপই দেশ,
এই দ্বীপ যেন নিখিল বিশ্ব, শুধুই আমিত্ব,
সময়ের সীমাবলয়, সবই তো আজ আমি।
সমস্ত ভূগোল আজ গড়ে ওঠে আমার,
নতুন আইন, নতুন ভূমিকা, নতুন মৃত্যু,
আমির গায়ের জোরে, ইতিহাসের ভেতরে।
এই পৃথিবীর সকল শতছিদ্র নগরীর দেয়ালে,
আধাঁরে আলোয়, কালো ছায়া ভরে,
দুরন্ত কাল, আজ শুধু অবক্ষয়ের ভিড়।
আজ এই পৃথিবীর যে কোন পরিসরে,
মানবজাতির অন্তবিহীন ক্ষয়ের বলয়ে,
বেঁচে আছে শুধু আমি, আমির সত্বাধিকারী।
নতুন এক অভিধানের, নতুন শব্দে মুখরিত,
নতুন এক ছন্দে রচিত, নতুন এক ভোরে,
আমির গভীরতর মানে, শুধু জানতে চায়।
তবুও ক্লান্ত, মলিন, পতিত হতে হতে, আমি,
মানব হৃদয়ে প্রেম, যা হারিয়ে গেছে আজ,
কৃত্রিম মেধায়, তার শূন্য অবলেহন করে চলে।