কি ভাবি আমি, একা একা বসে,
মানুষের ক্রম পরিণতি, চারিদিকে,
গণনাবিহীন, ধূসর পাণ্ডুলিপি তৈরি,
ছড়িয়ে আছে, লিঙ্গশরীরী মানুষ,
পথে পথে, শুভ সমাজ বানিয়ে,
যে যার দ্বৈপ সাগর দখল করে।
গণ মানুষের, নারীপুরুষের, করা
অসংখ্য বিপ্লব, অর্থবিহীন হয়ে,
ইতিহাস, পৃথিবীর গান হারিয়ে,
যুবারা, যুবতীরা, যে যার প্রিয়ের,
স্বর্গগামী সিঁড়ি ভেবে নিয়ে চলে,
সমাজ, অর্থনীতি, অবক্ষয়ের তলে।

বিকেল গড়িয়ে, অনেক আলো জ্বলে,
লাল, নীল, কমলা, রঙিন আলো,
দীর্ঘতম সূর্যকিরণ, দিগন্তে ঝরে পড়ে,
কয়েক ফলা গাঢ় অন্ধকারের বুকে,
সিঁড়ি ভেঙে মানুষ, সঞ্চারিত হয়,
কোথায় সার্থকতা, তার কথা ভেবে।
যুদ্ধ, রক্ত, কলরোলের, প্রাচীন কথা,
নতুন করে ভাবি, একা একা বসে,
অনেক মেঘের ভিড়, আকাশ, সাগর,
আঁধার আলোয়, নবীন ভোরের আশা,
দ্বার খুলে দিয়ে, আজ কঠিন মনে হয়,
আবার আলোয় ফেরা, অসাড় আলোয় ?