যদিও বলতে চেয়েছিলাম ভালবাসি
অভাবে বলা যায়না মৌলিক
ভালোবাসার ও সংজ্ঞা থাকে প্রচলিত
প্রেমের অর্থমূল্য আর্থিক
ভাবে কি সাজিয়ে প্রেম হয়?
কাব্য বলে যাকে চিনেছি
হারের ওপর নাম নিঃস তা
ঘাড়ের উপর যা দেখেছি
তা দিয়ে কেবল প্রেম নয়

আরো অনেক কিছুই হয় না


অভাবে প্রশ্ন চোখে কি দেখিস
বিশ্ব বিলুপ রুপ শান্ত
আমিও খুঁজেছি কিছু মৌলিক
গভীরে যেতে যেতে ক্লান্ত
তবুও গভীরের যে নেশায়
পিপড়ে জীবন আমি বেঁছেছি
সেখানে সত্য বললে অমেধায়
অশ্যত্থামা র মতো ঘেরেছি
যা কিছু দিতে পারতাম সহজে
তা দিতে পারিনা অব্যয়
যুক্তি অযুক্তি ধন্দে
পা আটকে যায় সংজ্ঞায়
সংজ্ঞা জ্ঞাপন আর যাপনের
বৃষ্টি ফলক খোঁজে সাগরের


অসম বৃত্তের ভাগরস দেওয়া যায়না প্রাপকের
সদ্য সাজিয়ে রাখা বিদ্যুৎ
মূল্য একক আর ব্যাপকের
মধ্যে অকুতোভয় বিদ্যা
অহংকারের ভীতরে থাকা অঙ্ক
দিয়ে না যেতে পারে ফর্মুলা
গভীরের লোভে পড়া  পা দুটো
নামেলা উত্তরের মতো রক্তিম
অস্থাবর অথচ মূল্যবান
দিতে না পারলে অমূল্য
মূল্য সাজালেই মৌলিক