মানুষের তৈরী করা কিছুই থাকবে না
থাকেওনা

মানুষের তৈরী করা নিয়ম,পথ ভাংবেই
হয় প্রাক্ড়িতিক নিয়মে অথবা মানুষের ই
তৈরী করা প্রযুক্তির ফাঁদে

মনের কথা মনে চেপে রাখা
ঈস্শ্বরএর নিয়ম নয়

বলে দাও সবাইকে সব কিছু
থাকবেনা কিছুই গোপণ , কর না ভয়

ঈস্শ্বরএর ইচ্ছে বাদে

মিথ্যে ইচ্ছে রেখে লাভ কি?
সুস্থিতি অথবা স্থিতাবস্থা তে জল সর্ব্নিম্মে নামবেই
এমন ই নিয়ম

বাষ্প বাষ্প অহঙ্কার , বাষ্প বাষ্প নিতীবোধ
মানব ক্রীত নিয়মের ঝাপি , ঈস্শ্বর এর নিয়মের থেকে দূরে
চলে যাচ্ছি রোজ , প্রতি রোজ,পাশ ফিরে ,নির্বোধ



নিচে নিজের নাম লিখে দিলেই
নিজের হয়ে যায় না কোন কিছু  কিছুতেই


ঈস্শ্বর হাসে


অহঙ্কার,নইতিকতা , জলের আর এক রূপ বাষ্প
    ঈস্শ্বর এর ইঙ্গিতে জল হয়ে নামে নামে নামে
      অনিচ্ছায় , আবেগে,বিরম্বণায় , ক্রোধে ,কাম এ

               যতই ধরে রাখতে চাও অহঙ্কার বাষ্প
               জল নিচের দিকে গড়ায়, এবং চরিত্র ও



অনগ্নতা  ঈস্শ্বর বানায়নি
অনগ্নতা অথবা নগ্নতা র সাথে পাপ পুন্যের কোন হীশাব নেই
সম্পর্ক ও নেই  মানবের বানানো ধর্ম নিরভর চরিত্রের ও


জল নিচের দিকে গড়ায়, এবং  মানবের  নিয়মে বানানো চরিত্র ও
.........