প্রেয়সী বলে কিছু হয় না
শত্রু বলে কিছু হয় না
বন্ধু বলেও কিছু হয় না
বিশ্বাস ভাঙ্গে আর গড়ে রোজ
প্রতিজন আলাদা প্রতিদিন প্রতি বিষয় ভিত্তিক এবং রোজ
সময় রাখে খোজ
আমি যা শুনতে চাই লোকে তাই বলে
________________________________
যদি সত্যি শুনতে চাই , তবেই লোকে আমায় সত্তি বলে
যদি মিথ্যে শুনতে চাই, তবেই লোকে আমায় মিথ্যে বলে
________________________________
যদি সত্যি আমার হজম না হয়
লোকে আমায় সত্যি বলে না
ঐ যে বল্লাম
প্রেয়সী বলে কিছু হয় না
শত্রু বলে কিছু হয় না
বন্ধু বলেও কিছু হয় না
বিশ্বাস ভাঙ্গে আর গড়ে রোজ
প্রতিজন আলাদা প্রতিদিন প্রতি বিষয় ভিত্তিক এবং রোজ
সময় রাখে খোজ