তুমি অনেক দিনের পরে
অনেক বঞ্চনার শেষে
বললে প্রেমের প্রগাঢ় আহব্বানে
চলো না ঘুরে আসি অজানা গন্তব্যে।
তোমারে তো পাইনি আমি
কোনদিন, কোনকাল, কোন মাহেন্দ্রক্ষণে
বাগানের সব গোলাপ শুকায় ঝরে
বললে তুমি মিস্টি হেসে
চলো না ঘুরে আসি দুরনির্জনে।
আমারও তো শখ হতো
হাত ধরে বৃষ্টিতে ভিজতে
প্রবল মেঘের কাছে সর্মপিত হতে
আমার তো নেই কিছু
আছে শুধু ভাষা
কি দিয়ে মেটাব আমি
মনের ও পিপাসা
কোনদিন বলেনি কেউ কপট হেসে
ভালবাসি তোৃমায় আর
তোমার কবিতাকে।