এটা তো জীবন নয়, জীবন তো অন্যরকম
সকাল দুপুর রাত্রি দিন মান বাচানো যুদ্ধ খেলা
হিসেব নিকেষ সব চুকিয়ে হাপিত্যেশ শেষবেলা
এলোমেলো জোছনা ভেজা খোলাচুলের সুবাস নিয়ে
গহন মেঘের ধারাজলে পরিচ্ছন্ন অবগাহন
জীবন তো এরই নাম, এই তো জীবন।
এটা তো প্রেম নয়, প্রেম তো অন্যরকম
উথালপাতাল ফোনালাপ ইমো কিংবা হট্স অ্যাপ
মিথ্যা আশার ফুলঝুরিতে ভুল সমর্পনে অভিশাপ
চৈত্র খরার নিদাঘ দিনে হটাৎ প্রবল জোয়ার গৌরিজলে
ভালবাসার পলল উড়ায়, হিসাব বিহীন লেনদেন
প্রেম তো এরই নাম, এই তো প্রেম।
এটা তো কবিতা নয়, কবিতা তো অন্যরকম
ছন্দহীন মাত্রাবৃত্ত পদ্যহীন অমিত্রাক্ষ্রর
জীবন থেকে নেওয়া ভাষা মেলে না যে কবিবর
ঐশ্বরিক বাণীকে রক্তকে কালিতে রুপান্তরের যন্ত্রনা
কবিতা তো এরই নাম, সেটাই তো কবিতা।