অভুক্ত শীর্নজীর্ন যে যুবা হৃদয়
তারই কাঠামো দানকারী  শব্দের শরীর
নিত্য কুঁড়ি ঝরে, শুস্কমুলে সিঞ্চিত হয় না
বিম্বিত সচ্ছ সলিল, ফুল ফোটার প্রশ্নই উঠে না।


দুঃখের ভাল আর একটি নাম আছে
চৈতালী সন্ধ্যায় বৈতালিক রাগে কষ্ট আছে
ভাষাহীন কল্পনা আছে,  চোখের জলে জালাও আছে।


দুঃখের কবি হেলাল হাফিজ চোখের জলে করেন আগুন সন্ধান
কষ্টের ফেরীআলা,  নেবে কি কবির কষ্টগুলো?
অনেক যে পায় অল্প হারানো তার কাছে কিছু নয়
সামান্যই যার সম্বল,  সেটুকু হারালে থাকে কী?


বঞ্চনা, আজন্ম সাথী
কষ্ট,  প্রিয়তম বন্ধু
অপমান, নতুন সখা
দুঃখের খাতায় আর একটি নাম সঞ্জয় পাল।