কবিতা: নীরব চিৎকার
কলমে- সানজিদা নাসরিন চৌধুরী

চলন্ত বাসে  স্বামীকে অস্ত্রের মুখে রেখে
কাপুরুষরা মিলে করিলো স্ত্রীকে ধর্ষণ,
বাস ভর্তি মানুষ প্রাণ বাঁচানোর ভয়ে
শুনেছিলো না তার আর্তনাদের কন্দন।

তাদের চিৎকারের সেই কঠিন মুহুর্তে
আকাশ বাতাস উঠেছিলো কেঁপে,
তবুও কাপুরুষের মন গলিলো না
বিভৎস উল্লাসে মাতিলো জঘন্য কাজে ।

সংশয়, লজ্জায় ভয়ে কাটে যে দিনক্ষন
ধর্ষিতার বিচার দিতে আইন আজও অক্ষম।
ধর্ষনের বিচার কঠোর যদি না হয় ধরার মাঝে
আজ না হয় কাল আপনার স্ত্রী মেয়ের হবে ধর্ষণ।

উৎসর্গ: ঢাকা টু রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস বাসে ধর্ষিত নারীদের