কবিতা: সবার ঈদ
কলমে: সানজিদা নাসরিন চৌধুরী
এক বছর পর এলো যে ঈদ,
খুশির ছোঁয়ায় রঙিন প্রহর,
নতুন পোশাকে হাসিমুখ সবাই,
আনন্দ ছুঁয়ে শহর-বন্দর।
তবে এক কোণে কিছু মুখ আজ,
রঙিন হাসির বাইরে পড়ে,
ধুলোমাখা পথের ধারে
চুপটি দাঁড়িয়ে চেয়ে রবে।
রাস্তার পাশে ছোট্ট সে শিশু,
হাত বাড়িয়ে চায় ভালোবাসা,
ঈদের ভিড়ে হারায় সে কেবল,
কেউ বোঝে না তার ভাষা।
কেউ সাজে মেহেদির রঙে,
কেউবা সাজায় বাহারি থাল,
ফুটপাতে অনাহারী কত প্রাণ,
জানে না ঈদের উচ্ছ্বাসকাল।
নেই তাদের নতুন জামা,
জড়িয়ে থাকে পুরোনো চাদর,
একটি কাপড়েই পার করে তারা
গ্রীষ্ম, বর্ষা, শীতের আঁধার।
তবু চোখে স্বপ্ন জ্বলে,
একদিন বুঝবে সবাই—
ভালোবাসার ছোট্ট ছোঁয়ায়
হৃদয়-আকাশ রঙিন হয়।
এই ঈদ হোক সবার জন্য,
ভাঙুক বিভেদের দেয়াল,
শুভেচ্ছার হাত বাড়িয়ে দিয়ে
আনবো কি শান্তির ভোরকাল?