তুমি আসবে বলে
ভোরের আকাশে তারা গুলো হেসেছিল।
তুমি আসবে বলে
আকাশে উড়ে যাওয়া পাখি গুলো ডেকেছিল।
তুমি আসবে বলে
বাগানের হাসনাহেনা মল্লিকা জুই
ফুলগুলো সুবাস ছড়িয়েছিল।
তুমি আসবে বলে
সূর্যমুখী সূর্যের দিকে তাকিয়ে ছিল।
তুমি আসবে বলে
দোকানে খরমা, খেজুর ফলমূলের পসরা সাজিয়েছিল।
তুমি আসবে বলে
নতুন পোশাকে দোকানগুলি ভরে উঠেছিল।
তুমি এসেছিলে
মানুষের মাঝে হাসি কান্না আনন্দে মাতিয়ে রেখেছিলে।
তুমি যাবে
সাঁঝের আকাশে বাঁকা চাঁদের হাসির আবির রং মেখে।
মানুষে মানুষে ধনী-দরিদ্রে ছোট বড়
ভেদাভেদ মুছে রেখে।
তুমি আবার আসিবে ফিরে
বছরটা ঘুরে।
পথ চেয়ে বসে রবো
তোমার অপেক্ষা করে।
তুমি আবার আসিও ফিরে।।