রাজার- নীতি রাজনীতি
হচ্ছে এখন কত কি।
মানুষ আজই বেজায় খুশি
পড়ছে পাতে দধী ঘি।
ভোট এসেছে, ভোট এসেছে,
ভোটের বড়াই মরে।
এখন তোরা যা বলবি
দেবেই তারা করে।
চাও যদি সব অন্ন, বস্ত্র
টাকা পয়সা কড়ি।
মিলিয়ে দেবে মনের আশা
খুবই তাড়াতাড়ি।
ভোটের আদায় বলছে তারা
বলছে কত কথা।
দিচ্ছি আরো দেবো তোরে
যদি করো মোর নেতা।
ভোট এসেছে, ভোট পেয়েছে
পেয়েছে নেতা বড় আসন।
জনগণের উলু ধ্বনি
বেজায় খুশি এখন।
উঠছে বাজার, কমছে রোজগার
করছো যত চিৎকার।
নেতা এখন আপন মনে
করবে তত ধিক্কার।
ভোট এসেছিল, ভোট পেয়েছি
এখন আমি রাজা।
তোমরা যত চিৎকার করো
হচ্ছে ভারী মজা।