মানুষের কত আনাগোনা
চেনা, জানা কত অচেনা।
আসে যায় ফিরে ফিরে।
কত ভালো, কত যন্ত্রণা নিয়ে।
বছরটা আসে সালটা ঘুরে
রোগ সেরে রোগীরা যায়
কত দূরে দূরে।
এমনই এক রোগ এলো করোনা
তখন ডাক্তার ইলিয়াস রেহাই পেল না।
চারিদিকে ভীত সন্ত্রস্ত মানুষের দল
যুবক, যুবতী, কত মহিলার ঢল।
কত কথা বলাবলি যতসব
বাড়ি ঘর ঘিরে কত কান্নার কলরব।
দিন যায় মাস যায় বছরটা এলো ঘুরে
ডাক্তার-খানাটি নিরব সাক্ষী হয়ে
দাঁড়িয়ে আছে পোড়োঘরে।
ছলছল চোখে পিছু তাকায় পথিক
জীবন থাকলে মরতে হবে এটাই সঠিক!!