কর্তব্য আর দায়িত্ব আমরা যে দুজনে
আছি বসে পাশাপাশি মনের স্বপনে।
কেউ ভাবে আমি ঠিক কেউ ভাবে তুমি
মনের মাঝে বসে হাসে অন্তর্যামী।
দুজনের লড়াই মাঝে আছে বিবেকের দোহাই
তোমার আমার দ্বন্দ্ব অন্যকে আরো শেখাই।
তুমি আমি, আমি তুমি, আমরা যে দুজনে
তোমার, আমার কল্পনা করে- সে টা কয়জনে।
তুমি ছাড়া আমি বৃথা মোর কাজে
ব্যর্থতা ছিল যে, সেটা মোর সাজে।
কর্তব্য আরো দায়িত্ব আমরা যে দুজনে
আছি বসে পাশাপাশি মনের গোপনে।।