বৈশাখের এক সন্ধ্যায়
দাঁড়িয়ে আছি বারান্দায়।
চারদিকে শুধু দুড়ুম, গুড়ুম শব্দ।
সারা দিনে দু:সহ গরম
এখন একটু ক্লান্ত                    
এক পশলা বৃষ্টি-
কোথা থেকে হয়ে এলো মেঘের সৃষ্টি।
বিদ্যুতেরই ঝলকানি, বৃষ্টি-ঝড়ের দাপট
চারিদিকে চলল পাগলা হাতির তাণ্ডব।
গাছে গাছে আমের দোল,
কচিকাঁচার বিজয় রোল।
ছুটছে তারা বলছে কারা
নিচ্ছে তাদের আম।
বেজায় চোটে আমি বললাম
এবার তোরা থাম।
দিচ্ছে ঝাপটা, জলের পাল্টা, উড়ছে কত খড়।
বলছে তারা ওই যে আসে কালবৈশাখী ঝড়।