নিস্তব্ধ দুপুর চারদিকে শুনশান
প্রকৃতি যেন এক নিঝুম ম্রিয়মাণ।
চারিদিকে ঝলমল আলোর ঝলকানি
প্রাণীকুল, গাছপালা, করিতেছে আহাজানি।
চারিদিকে শুধু বৃষ্টির জন্য আকুতি
পথে-ঘাটে, মাঠে, মানুষের মিনতি।

এত গরম, এত গরম- কখনো তো দেখিনি
তবুও কি মানুষ একটুও শেখেনি।
এর পিছনে যে আছে জনবহুল সংখ্যা
তার তথ্য যে দিচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা।
গাছ কাটো, বন ধ্বংস করো, গড়ো যত কারখানা
প্রকৃতি ও তোমার ফিরিয়ে দেবেই ফল, যতই করো বাহানা ।
ঝড়ের প্রাদুর্ভাব, অকাল বর্ষণ, আছে অনাবৃষ্টি,
বিল্ডিং, বালাখানা, শীততাপ নিয়ন্ত্রণ যত করো সৃষ্টি।
প্রকৃতির কাছে আজও তুমি বড় অসহায়
গাছ লাগিয়ে, প্রাণ বাঁচানো ছাড়া, নেই কোনো উপায়।।