মায়ার বাঁধন আজ মোর করিতেছি রোদন
২০ টা বছর কেটে গেল কখন।
হাঁটতে হাঁটতে, পড়তে পড়তে, খেলতে খেলতে
সময়টা আজ তারই যে দ্বার প্রান্তে।
করিতেছি কত কাজ, দিন ভোর আজ,
চারিদিকে শুধু আলো ফুলে সাজো সাজ।
কত লোক, কত আত্মীয়, কত উপহার,
আসিতেছে দলে দলে, করিতেছে মোর সমাহারে।
আশীর্বাদ আর শুভেচ্ছা দিল সব প্রাণ ভরে।
ভাবিতেছি কত মূল্য ছিল মোর এই সংসারে।
বিদায় বেলায় মোর চোখের জলে
পরিবার আত্মীয় দিল কত কথা বলে।
চলার কালে রাখিও মোর মনে
বলে দিল সব আমার গুরুজনে।
চোখের জলে বিদায় বলে এলাম এই দুয়ারে
সবকিছু ছেড়েই আপন করে নিলাম তাহারে।