ছোট্ট একটা ঘর হবে ,
না,বেশি বড়ো না এক্কেবারে ছোটো
যাতে তুই আমার চোখের নাগালের বাইরে না যাস।
পাশে হবে ছোটো একখান বাগান
প্রতিদিন সকালে গোলাপ ছিঁড়ে যাতে তোর
খোঁপায় গুঁজতে পারি।
সামনে থাকবে একটা বারান্দা,
বসে গল্পো করবো দুজনে ; হাতে কফির পেয়ালা
নাই বা থাকলো, কি বা এসে যায় তাতে!
আমরা বেহিসেবি স্বপ্ন দেখবো
ঘরের দেওয়ালে ছবি আঁকবো।
রং তুলি তুই সাজিয়ে দিস,আদর করে প্রেম
মাখাবো।
ভালোবাসা দিয়ে বাঁধবো ঘরখান।
হৃদয়, মন আর বিশ্বাস দিয়ে পিলার বানাবো।
তবে সময়মতো যত্ন করে মেরামত করে নেবো দুজনে।
আর হ্যাঁ, যদি দমকা হাওয়াই ঘরের চাল উড়ে যায়,
তুই ভয় পাস না, আমিও ভিজবো তোর সাথে;
তখন থাকবেনা কোনো ঘর, আমরা হবো যাযাবর।