আজ অনেককিছুই বদলে গেছে;
থমকে গেছে উত্তুরে বাতাস,
মুছে গেছে মায়াবী আকাশ।
সাদাকালো মন আজও রঙিনের আশায়,
নাচে না ময়ুর আজ আষাঢ়ী নেশায়।
কাটা ঘুড়ি উড়ে চলে অজানা সে দেশে,
প্রিয়াবিনা সখা যেন পাগলেরই বেশে।
শিশির ভেজা ঘাসের পরে আঁচল আজি ফাঁকা,
বঙ্গ প্রেমিক স্বার্থ বেঁচে পথ করেছে বাঁকা।
তবে আজ বদলায়নি শুধু... বাস্তবতা,
মান-অভিমান আর তোমার আমার নিরবতা।