নারীজন্ম  লুণ্ঠিত  হয়   দিতে  নারীত্বের  প্রমাণ
যুগে  যুগে  নারী  সয়  সব  অপমান ।
দগ্ধ  করেছিল সতী  পাবকের  কাছে
সেই  থেকে  পুরুষের  রোষানলে  গিয়েছে  সে সহমরণে ।

নারীজন্ম  ছিঁড়ে  ফেলি  দিতে  নারীত্বের  প্রমাণ
যুগে  যুগে  নারী  সয়  সব  অপমান
রক্তের   ঘ্রাণ  নেয়  শার্দূল  হরিণীর  বুক  চিরে
তেমনি  তিলোত্তমাকে  চিরেছিল  রাতের  আঁধারে ।

অদ্ভুত  আঁধার  এসেছে  এক
মানুষের  আলো  নিভে  গিয়ে  পড়েছে  ছায়া
রাস্তার  মধ্যে  ছায়া , ঘরের  মধ্যে  ছায়া , মানুষের মধ্যে  ছায়া  —
সুতরাং ছায়ার  মধ্যে  ছায়া
আর  কিছু  নয়  ।
নারীজন্ম  ধর্ষিত  হয়  দিতে  নারীত্বের  প্রমাণ ।