আমি চাই সে  ফিরে আসুক
কোনো এক গোধুলিতে হলুদ পাঞ্জাবি পড়ে,
আমি চাই  সে ফিরে আসুক
মুঠো ভরা গোলাপ ফুল  হাতে করে।

আমি চাই সে ফিরে আসুক
হঠাৎ  কোনো কুয়াশা  ভেজা ভোরে,
আমি চাই সে ফিরে আসুক
কয়েকজোড়া চুড়ি হাতে মধ্য দুপুরে।

আমি চাই সে ফিরে আসুক
এলোমেলো  চুল নিয়ে আমার দ্বারে,
আমি চাই সে ফিরে আসুক
যেন আমি দিতে পারি আলতো হাতে তার চুল ঠিক করে।

আমি চাই সে ফিরে আসুক,
বৃষ্টিভেজা সকাল বেলায় কাকভেজা হয়ে,
আমি চাই সে ফিরে আসুক
মুছে দিতে পারি যেন মাথাটা তার আমার আঁচল দিয়ে।

আমি চাই সে ফিরে আসুক
মুখে সেই অস্ফুট  হাসি নিয়ে,
আমি চাই ফিরে আসুক
চশমার ফাঁকে মায়ামাখা চোখ নিয়ে।

আমি চাই সে ফিরে আসুক
আবারো আমার প্রেমের পূজারী হতে,
আমি চাই সে ফিরে আসুক
আবারো আমায় প্রেমে রাঙাতে।

আমি চাই সে ফিরে আসুক
আমার খোঁপায় বেলি ফুল গুঁজে দিতে,
আমি চাই সে ফিরে আসুক
আমার ভেজা চুলের ঝাপ্টা খেয়ে এক রোমাঞ্চকর  হাসি দিতে।

আমি চাই সে ফিরে আসুক,
হঠাৎ  কোনো প্রেম সন্যাসী হয়ে,
আমি চাই সে ফিরে আসুক
আমার প্রেম সাধনায় মেতে উঠুক প্রেমপূজারী হয়ে।

আমি চাই সে ফিরে আসুক
কোনো প্রেমাপ্লুত  কবির বেশে,
আমি চাই সে ফিরে আসুক
হাজারো ছন্দ লিখুক আমাকে পাবার উদ্দেশ্যে।

আমি চাই সে ফিরে আসুক,
এক আদর্শ প্রেমিক হয়ে,
আমি চাই সে ফিরে আসুক
আমার শাড়ীর কুচি  ঠিক করে দিক ভালোবেসে।

আমি চাই সে ফিরে আসুক,
আর মায়ায় পড়ুক আমার কাজলরাঙ্গা চোখের,
আমি চাই সে ফিরে আসুক
আর অবসান করুক আমার অপেক্ষাদের।