আমার এই শহরে প্রিয়  
তোমার প্রবেশ নিষিদ্ধ,
এই শহরে ছড়িয়েছে আজ
আমার হৃদয় পুড়া গন্ধ।

এই শহরের অলিতে গলিতে  শুনবে
আমার বুকফাটা আর্তনাদ,
এই শহরের মাঝেই পাবে
আমার জীবন্ত লাশ।

এই শহরের অন্ধকারে
সঙ্গ দেয় ঝিঁঝিঁপোকারা,
এই শহরে ঢুকরে কাঁদে
আমার হৃদয়ের অনুভুতিরা।

এই শহরে তুমি প্রিয়
এসোনা কভু ফিরে,
এই শহরেই আসলে পরে
হারিয়ে যাবে কষ্টের ভীরে।

হৃদয় ভাঙ্গা কষ্টগুলা
নোনাজলের বন্যা ভাসায়,
এই শহরেই যাবে তুমি
ভেসে সেই কষ্টের মোহনায়।

এই শহরে আমার হৃদপিণ্ডের শব্দধ্বণি
পাবে তুমি শুনতে।
লাব ডাব এই ধ্বণি বাড়বে আরো
পারবেনা কভু গুণতে।

এই শহরেই এলে বুঝবে,
সরি বলাতে যাইনা হৃদয়ের ক্ষত,
এই শহরেই এলে তুমি
কাঁদতে হবে অবিরত।

এই শহরেই একদিন  আমি
গড়েছিলেম প্রেমের মন্দির,
হাতে হাত রেখেই বলেছিলে তুমি
ছাড়বেনা আমায় কোনদিন।

এই শহরের প্রতিটা গলি
আজ তোমার কথা বলে,
তোমার করা মিথ্যে প্রতিজ্ঞা
বারবার কানে প্রতিধ্বণিত করে।

এই শহরেই আমি আজ
ধারণ করেছি পিশাচ রূপ,
এই শহরেই বন্দি করেই
নিজেকে দিচ্ছি কষ্ট খুব।

এই ব্যথা যেন হার মানে
তোমার দেওয়া কষ্টের কাছে,
আমার চোখের অশ্রুবিন্দু
আজ যেন তারি সাক্ষ্য দিচ্ছে।

প্রেমান্দ,তুমি এই শহরে
এসোনা কভু ফিরে
এই শহরেই হবে আমার ভালোবাসার দাফন
তোমার দেওয়া কষ্টের ভীরে।