রক্তের লালে লাল আজ পতাকা,
ফের আনতে হবে স্বাধীনতা ছিনিয়ে,
আবার ফাল্গুন এসেছে,আসুক,
দিবো প্রয়োজনে জীবনটা বিলিয়ে।


কারো হুমকি কিংবা বুলেটের তোপে,
এই তুফান যেনো না থামে,
শিরায় আজ বয়েছে অগ্নিশিখা,
কি দিয়ে দিবি তুই প্রতিদান,আমার ভাই এর রক্তের  দামে?


কত দেখেছি সে কুমির-কান্না,
চোখের সামনে কেবল তার মেট্রোরেল ভাসে,
এত শহীদের মাথা গুণবে কে?
সরকার  তো কেবল টাকার অংক কষে।

সংবাদমাধ্যমে আজ সংবাদ নেই,
আছে কেবল মিথ্যাচার,
স্বাধীন দেশে, স্বাধীনভাবে বললে কথা,
কল্লা নিবে ঐ স্বৈরাচার।

আজ কতশত মায়ের বুক খালি পড়ে আছে ,
কত বোন আছে তার ভাইয়ের অপেক্ষায়,
কে দিবে ফিরিয়ে সেসব সূর্যসন্তানকে,
যারা দিয়েছে বিলিয়ে তাদের জীবনটাই?

থামবেনা,বিপ্লবী এই জনতার ক্ষোভ,
হিংস্র থাবার মুখে পড়ে কিংবা বিষাক্ত দংশনে,
এদেশের মাটি আর মানুষ
চাই রক্ত,রক্তের বিনিময়ে।।