আমি আওয়াজ হতে চাই,অষ্টাদশী বালিকার ঘরের কোণে বসে মাথা নিচু করে করা হৃদয়ভাঙ্গা ক্রন্দনের আওয়াজ।

আমি আওয়াজ হতে চাই, মধ্য মালতীর রাত জেগে পথের পাণে নির্বাক চাহনিতে চেয়ে থাকা প্রেমিকের জন্য অস্ফুট অপেক্ষার আওয়াজ

আমি আওয়াজ হতে চাই,ফুটপাতে শুয়ে রাত্রি যাপন করা কোনো জীর্ণশীর্ণ  কঙ্কালসার নারীর  অব্যক্ত প্রতিবাদের আওয়াজ।

আমি আওয়াজ হতে চাই,কোনো ধর্ষিত নারীর ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাওয়া জীবনের অন্তিম বাসনার  আওয়াজ।

আমি আওয়াজ হতে চাই,কোনো নির্যাতিত  নারীর অপলক দৃষ্টিতে তাকিয়ে মানুষের প্রতি ধিক্কার জানানোর আওয়াজ।

আমি আওয়াজ হতে চাই, কৃষ্ণবর্ণ হওয়ায় সমাজে   অবহেলিত সব নারীদের তীব্র ঘৃণার অব্যক্ত  আওয়াজ।

আমি আওয়াজ হতে চাই,বৃদ্ধাশ্রমের জানালায় দাঁড়িয়ে   থাকা সেই চশমাপরিহিতা মায়ের সন্তানের প্রতি অগাধ প্রেমের আওয়াজ।

আমি আওয়াজ হতে চাই, কলঙ্কিনী  নামে কটুক্ত হওয়া সন্তানহীন মায়ের  সন্তান লাভের তীব্র আকাঙ্ক্ষার আওয়াজ।

আমি আওয়াজ হতে চাই,নির্বাক চাহনিতে প্রভুর কাছে একটু রক্ষা,অধিকার আর ঠাঁই  পেতে চাওয়া সমস্ত তনয়ার আওয়াজ।