তোমার মতন এমন করে কেউ জ্বালে নি
দুঃখরাতে মোমের বাতি।
তোমার মতন এমন করে কেউ খোঁজে নি
জোনাকি, ঝোপে আঁতিপাঁতি।
তোমার মতন এমন করে কেউ বায় নি
ডিঙি নৌকা উজান স্রোতে।
তোমার মতন এমন করে কেউ দেয় নি
চন্দন প্রলেপ পুরোনো ক্ষতে।
তোমার মতন এমন করে কেউ পারে নি
ওড়াতে মেঘ এক ফুঁয়ে।
তোমার মতন এমন করে কেউ পারে নি
দূরে থাকতে মন ছুঁয়ে।
তোমার মতন এমন করে কেউ ডাকে নি
ছায়াপথ ধরে হাঁটতে।
তোমার মতন এমন করে কেউ আসে নি
বালিতে ঘর বাঁধতে।
তোমার মতন এমন করে কেউ আঁকে নি
বাক্সবন্দী শৈশবকে।
তোমার মতন এমন করে কেউ পারে নি
ফিনিক্স ওড়াতে ছাই থেকে।