কত কথা সূর্য হয়ে বুকের পূবে
নিজেই পুড়ে  খাক।
কত কথা ন্যাপথালীনে সটান উবে
যা গেছে তা যাক।

কত কথা ছিটকে আসা ছররা গুলি
মৃত্যু-পরোয়ানা।
কত কথা সিঁদুরে মেঘে ডরানো বুলি
মোটেই পরোয়া না।

কত কথা ঝর্ণাজলে আত্মঘাতী
ক্ষয়ে যাওয়া পাথর।
কত কথা সুখের গোপন লজ্জাবতী
স্পর্শ সুখে কাতর।

কত কথা ধূলিকণায় মিলিজুলি
রোদে দৃশ্যমান।
কত কথা ঠোঁটের ফাঁকে বলি বলি
অস্ফুটে আনচান।

উঁচু-নীচু, ছোট-বড়, চাই-বা না-চাই
ছড়িয়ে কত কথা
কুড়িয়ে নিয়ে সেসব গেঁথে এক সুরে গাই
সময়ের কথকতা।