কানামাছি ভোঁ ভোঁ
যাকে পাবি তাকে ছোঁ।
তোমার জন্য এপার ওপার
পাকদণ্ডী বেয়ে এন্তার—
ঘুরে ঘুরে মাথা ভোঁ ভোঁ।
যাকে তাকে যেমন তেমন
কেমন করে চাইবে এ মন?
তোমায় চাই তোমায়ই পাবো।
আঙ্গুলে আঙুলে কত কথা
নীরবতাই কথকতা—
কেবল তোমায়, তোমায় ছোঁবো।
কথায় ছোঁয়া, ব্যথায় ছোঁয়া
হাজার রাতের চোখের ছোঁয়া
খেলব না আর কানামাছি
স্বপ্নকুঁড়ির কোরকে জেনো
আমি আছি, আমি আছি।