কোজাগরী জোয়ার একবার তারপর ভাঁটা অনন্ত
পায়রারা লক্ষ্মীপেঁচার মত এখনও সারারাত জাগে
ক্ষয়ে যাওয়া চাঁদ আবার ভরপুর শক্তিতে ফুটন্ত
ভাড়াবাড়ির দেওয়ালে পেরেক ঠুকলে আজ বুকে বড় লাগে।
আনন্দ, জ্বলন্তদিনে সূর্যাস্তের মত চলে গেছো কখন
আমি চলেছি তার কুসুম আভাটুকু আঁচলে বেঁধে নিয়ে
মধ্যরাতে অচেতন বিছানায় অপার্থিব শব্দের মতন
ফিরে এসো, ফিরে এসো অনন্ত স্থির ধ্রুবতারা হয়ে।