পর্দার এদিক আর ওদিক
কখনও জড়ায় পাকে পাকে
মুখোমুখি হাঁটে দু' পথিক
থাকাটা সত্যি, না কী সত্যি সত্যি না!
থাকো যখন বাস দূরত্বে
আমার পোষা রাস্তাটাকে
দশ দিয়ে গুণ করতে
সামনে তুমি, মিথ্যে একরত্তি না।
রেললাইনের হিসেবটুকু
মিলেছে শতেক গুণিতকে
উত্তেজনায় ধুকুপুকু
তোমার গন্ধ, ভাবের ঘরে আপত্তি না।
পেরিয়ে হাজার মেঘের ঘর
উড়োজাহাজ তোমায় ডাকে
পক্ষীরাজকে ফুসমন্তর
ছোঁয়ায় তুমি, আমি আমার কর্তৃ না।
যখন থাকো না থাকাতে
একলা চলার পথের বাঁকে
মন খারাপের শেড কার্ডেতে
তোমার রঙ, নিছক অন্তরবর্তী না।