প্রত্যাঘাত
    __সঞ্জয় কীর্ত্তনীয়া

শান্ত ভাবে ছিলাম বলে
মেনে নিয়েছো শেষ ;
এক নিমিষেই করতে পারি
পাক নামে ঐ দেশ।

যুদ্ধ অস্ত্র ধরলে তুলেই
হারিয়ে যাবি কোথায় ;
আত্ম বিনয় করলে তোদের
বাঁচাবে নাতো খোদায়।

ইচ্ছা শক্তি হারিয়ে যায়নি
মনের গহনে আগুন ;
তোদের রক্তে খেলবো হোলি
এখন বসন্ত ফাগুন।

২৬.০২.১৯

২৬.১১. জবাব