)))) না বলা অজানা কথা ((((
সঞ্জয় কীর্ত্তনীয়া (বেতাই নদীয়া)
তোমার না বলা সেই অজানা কথা
হৃদয়ের মোর খুব জানতে ইচ্ছা করে।
তুমি বলেছিলে কথাটি মোরে বলবে;
তবে কেন,কথা না বলে সেদিন চলে গিয়েছিলে?
কোন দোষ ছিল কি মোর! অজানায় মোর।
তবুও বসে রই কথাটি শোনার অপেক্ষায়।
কবে জানাবে সেই অজানা কথা,
বড্ড ভয় হয় যদি মনে লাগে ব্যাথা...!
তবুও ইচ্ছা করে দুঃখ পেলে পাবো,
কিবা হবে, এ জীবন দুঃখের জীবন।
তোমার কথাতে না হয় দুঃখ একটু বৃদ্ধি হবে,
যদি সুখের কথা রয় তবে দুঃখ হ্রাস পাবে...।
এখনো শুধুই অপেক্ষা রত হয়ে আছি....
শুনতে চাই তোমার না বলা অজানা কথা।