_____অন্তিম নিদ্রাযাত্রী _____
_______ সঞ্জয় কীর্ত্তনীয়া
দিনটা বেশ ভালো ছিল,মন্দ হলো শেষে;
কি জন্য ভোরবেলা,কুয়াশা এলো ভেসে?
সকালে উঠি ঘুম থেকে,লেগে যাই কাজে;
বিশ্রাম খুব কমই পাই,চলি সকাল-সাঝে।
সামনে কেউ আসলে,জোরে বাজাই বাঁশি;
সর্বত্র লেগে থাকে, বন্ধুর মাজে হাঁসাহাসি।
আমার সঙ্গে দিবারাত্রি,চলছে বন্ধু যাত্রী ;
দেশ-বিদেশী থেকে,আসে কত শত ধাত্রী।
কি কারণে এমন হলো,নিজে বুঝিনি কিছু;
হঠাত করে সেতু ভেঙে,চলেছি নদীর নীচু।
সূর্য তখন আগত,পুবের আকাশের তলে;
বন্ধুরা অন্তিম নিদ্রায়,রয়েছে নদীর জলে।
অদ্য অন্তিম নিদ্রাযাত্রী,প্রায় পঞ্চাশ-ষাট;
আমায় ও বন্ধুদের বাঁচাতে,বন্ধ পথ ঘাট।
মুর্শিদাবাদে বাস নদীতে মৃত ৩৭ জন। ২৯/০১/২০১৮