:::::::::: আছে - নেই ::::::::::
___________ সঞ্জয় কীর্ত্তনীয়া
চোখ আছে দৃষ্টি নেই,
মেঘ আছে বৃষ্টি নেই ;
মুখ আছে কথা নেই,
সেথা আছে এথা নেই।
সুর আছে গান নেই,
দেহ আছে প্রাণ নেই ;
পথ আছে দিশা নেই,
আশা আছে ভাষা নেই।
দুঃখ আছে সুখ নেই,
মন আছে বুক নেই ;
স্বপ্ন আছে রাত নেই,
কাজ আছে হাত নেই।
বই আছে লেখা নেই,
খাতা আছে রেখা নেই ;
শাস্তি আছে মুক্তি নেই,
ভক্তি আছে যুক্তি নেই।
৪/০৯/'১৭