অবিচার --
       __ সঞ্জয় কীর্ত্তনীয়া

গামছা কাঁধে পাখা হাতে
গরমে নীপা আম;
পাইনা খুঁজে উপায় কোন
শুধুই নিঃসৃত ঘাম।

শান্তি নেই কোন কাজে
তপ্ত মাটি উষ্ণ বাতাস;
প্রকৃতির এই অবিচারে
সকল প্রাণীরা হতাশ।।